একমাস কেটে গেলেও সাহায্য পায়নি বিজনবাড়ি

কেটে গেছে একমাস। এখনও আশাপূরণ হয়নি বিজনবাড়ির। একমাস আগে ঠিক এই দিনই বিজনবাড়িতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বত্রিশ জনের। দুর্ঘটনার পর রাজ্য সরকারের কাছ থেকে সাহায্যের আশ্বাস মিলেছিল। কিন্তু একমাস কেটে গেলেও ছিঁটেফোটাও সাহায্য পায়নি বিজনবাড়ি।

Updated By: Nov 22, 2011, 06:37 PM IST

কেটে গেছে একমাস। এখনও আশাপূরণ হয়নি বিজনবাড়ির। একমাস আগে ঠিক এই দিনই বিজনবাড়িতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বত্রিশ জনের। দুর্ঘটনার পর রাজ্য সরকারের কাছ থেকে সাহায্যের আশ্বাস মিলেছিল। কিন্তু একমাস কেটে গেলেও ছিঁটেফোটাও সাহায্য পায়নি বিজনবাড়ি। বাইশে অক্টোবর। উচ্ছ্বল, বয়ে চলা রঙ্গিতে নেমে এসেছিল শ্মশানের স্তব্ধতা। বিজনবাড়িতে সেতু দুর্ঘটনা কেড়ে নিয়েছিল বত্রিশটা তরতাজা প্রাণ। দুর্ঘটনার পর দিনই বিজনবাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছিলেন সাহায্যের। কিন্তু একমাস কেটে গেলেও কোনও সাহায্য পৌঁছোয়নি বিজনবাড়িতে। বিজেপি সাংসদ জসবন্ত সিংয়ের কাছ থেকে আর্থিক সাহায্য মিলেছে। কিন্তু অভিযোগ, দুর্ঘটনার পর আর দেখা মেলেনি কোনও মোর্চা নেতার। স্থানীয় বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে ভেঙে যাওয়া সেতুর পাশে ছোট্ট একটা বাঁশের  সাঁকো তৈরি করেছেন। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে কবে প্রতিশ্রুতি পূরণ করবে প্রশাসন  সেই আশায়  দিন গুণছেন পাহাড়ের এই এলাকার কয়েকহাজার মানুষ।
 

.