আজ মর্যাদার লড়াই শুভেন্দু অধিকারীর

শুভেন্দু অধিকারীর মর্যাদার লড়াইয়েই এবার নজর কাড়ছে তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন। হলদিয়া-সহ তিন বিধানসভা আসন পুনরূদ্ধারের চ্যালেঞ্জ রয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে। প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই, দিব্যেন্দু অধিকারী। তবে ভাই সামনে থাকলেও লড়াইটা আসলে দাদারই। খাতায়-কলমে কোচবিহারের মত এখানেও চতুর্মুর্খী লড়াই।

Updated By: Nov 19, 2016, 12:27 PM IST
আজ মর্যাদার লড়াই শুভেন্দু অধিকারীর

ওয়েব ডেস্ক : শুভেন্দু অধিকারীর মর্যাদার লড়াইয়েই এবার নজর কাড়ছে তমলুক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচন। হলদিয়া-সহ তিন বিধানসভা আসন পুনরূদ্ধারের চ্যালেঞ্জ রয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে। প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই, দিব্যেন্দু অধিকারী। তবে ভাই সামনে থাকলেও লড়াইটা আসলে দাদারই। খাতায়-কলমে কোচবিহারের মত এখানেও চতুর্মুর্খী লড়াই।

আরও পড়ুন- নোট বদল ঘিরে বার বার বিতর্ক-বিভ্রান্তি

যদিও ভোটাররা বলছেন কংগ্রেসের অস্তিত্ব তেমন চোখে পড়ছে না। শাসক দলের বিরুদ্ধে যা লড়াই তার সবটাই সিপিএম ও বিজেপির। সর্বক্ষণের কর্মী মন্দিরা পণ্ডাকে প্রার্থী করেছে সিপিএম। বিজেপি প্রার্থী পেশায় অধ্যাপক অম্বুজ মোহান্তি। কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছেন আরেক শিক্ষক, দলের জেলা নেতা পার্থ বটব্যাল। শুভেন্দু অধিকারী সাংসদ পদ ছেড়ে রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়ায় তমলুক লোকসভা আসনে উপ-নির্বাচন হচ্ছে। দু-হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে তমলুকে বামফ্রন্ট প্রার্থীকে, দু-লাখ ছেচল্লিশ হাজার চারশো একাশি ভোটে হারিয়েছিলেন তিনি।

.