নিজের জীবনের বাকি মাত্র কয়েকদিন, তবু জীবন রোপনই যার নেশা

Updated By: Jul 24, 2014, 06:48 PM IST

সবুজের অভিযানই তার নেশা। তার জীবন। তার বেঁচে থাকার প্রেরণা। শরীরে বাসা বেঁধেছে মারন ব্যাধি ক্যান্সার। তবু জীবনের গতি কমেনি। এখনও সকাল থেকেই বেরিয়ে পড়েন গাছের চারা হাতে নিয়ে। রুখা শুখা এলাকা দেখলেই শুরু হয়ে যায় বৃক্ষরোপনের কাজ।

প্রতিপক্ষ মৃত্যু। তার সঙ্গেই প্রতিমুহূর্তের লড়াই। কঠিন প্রতিপক্ষের কাছে হার মানেননি উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের বাসিন্দা সিমন্ত কুমার জানা। শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মারন ব্যাধির যন্ত্রনা নিয়েই এখনও এক নতুন পৃথিবীর স্বপ্ন দেখেন প্রবীন এই মানুষ। সিমন্ত বাবুর চোখ জুড়ে থাকে সবুজের স্বপ্ন। বৃক্ষরোপনই তার নেশা, তার জীবন।

ছয় মাস আগেও জীবনটা অন্যরকম ছিল। ভোর হলেই সাইকেলে করে বেড়িয়ে পড়তেন সিমন্ত কুমার জানা।  রাস্তার ধারে ধারেনিজেই মাটি খুঁড়ে যত্ন করে বসিয়ে দিতেন নতুন গাছের চারা। সীমন্ত বাবুর এই পরিশ্রমে অনেক রুক্ষ জায়গাতেই এখন সবুজের সমারোহ।ছয় মাস আগে শরীরে ধরা পড়েছে ক্যানসার। তবু জীবন পাল্টায় নি। সবুজের অভিযানেই এখনও বিভোর সিমন্ত।

 

.