চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেসে দুর্ঘটনা

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস। ইঞ্জিনের কাফলিং খুলে যাওয়ার কারণে বিকট শব্দ করে থেমে যায় ট্রেনটি। এর জেরে বিকল হয়ে গেছে ইঞ্জিন। বন্ধ ট্রেনের এসি।

Updated By: Jun 28, 2013, 11:15 AM IST

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ চেন্নাই-গুয়াহাটি এক্সপ্রেস। ইঞ্জিনের কাফলিং খুলে যাওয়ার কারণে বিকট শব্দ করে থেমে যায় ট্রেনটি। এর জেরে বিকল হয়ে গেছে ইঞ্জিন। বন্ধ ট্রেনের এসি।
ভোর থেকে কাটিহার শাখার হরিশ্চন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি। ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে ফের গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

.