পুলিসকে বোমা মারার হুমকি, প্রমাণ নেই, বেকসুর খালাস অনুব্রত

কোনও প্রমাণ নেই। হুমকি মামলায় তাই বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। সিউড়ির ACJM নিরুপম কর  আজ এই রায়ই দিলেন। বিচারক সাফ জানালেন, অনুব্রতর বিরুদ্ধে পুলিস কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি।  এই মামলায় ৫জন পুলিসের সাক্ষ্য নেওয়া হয়েছে। কেউই অনুব্রতর বিরুদ্ধে কিছু বলেননি।  জনসভায় উপস্থিত থাকা কোনও সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ হয়নি।  চন্ডীগড়ের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে অনুব্রত মণ্ডলের ভয়েস টেস্টও অসম্পূর্ণ। পুলিস অনুব্রতর গলার স্বরের কোনও নমুণাই পাঠায়নি। ফলে হুমকির কণ্ঠস্বর অনুব্রতর কিনা, তা বিশেষজ্ঞরা তুলনা করে দেখতেই পারেননি। সব মিলিয়ে অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ হয়নি। আরও পড়ুন- হঠাৎ তৃণমূলের এই তাবড় নেতাকে তলব সিবিআইয়ের

Updated By: Dec 21, 2016, 05:35 PM IST
পুলিসকে বোমা মারার হুমকি, প্রমাণ নেই, বেকসুর খালাস অনুব্রত

ওয়েব ডেস্ক : কোনও প্রমাণ নেই। হুমকি মামলায় তাই বেকসুর খালাস পেলেন অনুব্রত মণ্ডল। সিউড়ির ACJM নিরুপম কর  আজ এই রায়ই দিলেন। বিচারক সাফ জানালেন, অনুব্রতর বিরুদ্ধে পুলিস কোনও অভিযোগই প্রমাণ করতে পারেনি।  এই মামলায় ৫জন পুলিসের সাক্ষ্য নেওয়া হয়েছে। কেউই অনুব্রতর বিরুদ্ধে কিছু বলেননি।  জনসভায় উপস্থিত থাকা কোনও সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ হয়নি।  চন্ডীগড়ের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবরেটরিতে অনুব্রত মণ্ডলের ভয়েস টেস্টও অসম্পূর্ণ। পুলিস অনুব্রতর গলার স্বরের কোনও নমুণাই পাঠায়নি। ফলে হুমকির কণ্ঠস্বর অনুব্রতর কিনা, তা বিশেষজ্ঞরা তুলনা করে দেখতেই পারেননি। সব মিলিয়ে অনুব্রতর বিরুদ্ধে কোনও অভিযোগই প্রমাণ হয়নি। আরও পড়ুন- হঠাৎ তৃণমূলের এই তাবড় নেতাকে তলব সিবিআইয়ের

.