পুরুলিয়া থেকেই পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়া সফর থেকেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুটমুড়ার সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পঞ্চায়েতগুলিতে কোনও কাজই হচ্ছে না। তৃণমূলের হাতে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ এলে কাজে আরও গতি আসবে বলে দাবি করেন তিনি।  একই সঙ্গে  জেলার উন্নয়নে আজ একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Dec 3, 2012, 08:40 PM IST

পুরুলিয়া সফর থেকেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হুটমুড়ার সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা পঞ্চায়েতগুলিতে কোনও কাজই হচ্ছে না। তৃণমূলের হাতে পঞ্চায়েতের নিয়ন্ত্রণ এলে কাজে আরও গতি আসবে বলে দাবি করেন তিনি।  একই সঙ্গে  জেলার উন্নয়নে আজ একগুচ্ছ কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এর আগে নতুন সরকারের দেওয়া প্রতিশ্রুতি কিছুই পালন করা হয়নি বলে ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন জঙ্গলমহলের বাসিন্দারা। সফরের প্রথমদিনে পুরুলিয়ায় প্রকল্পের ঘোষণায় কার্যত কল্পতরু হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। জেলায় শিক্ষার প্রসারে সরকার ১২টি মডেল স্কুল, নতুন আইটিআই, আইন কলেজ গড়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় ২টি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার কথাও জানান তিনি। একইসঙ্গে পর্যটক টানতে ব্লকে ব্লকে ট্যুরিজম স্পট গড়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র সরকার টাকা না দেওয়ায় উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। একইসঙ্গে  জেলায় শান্তি ফিরেছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।  
গতকাল রাত ৯টা নাগাদ পুরুলিয়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বাংলোয় রাত্রিবাসের পর আজ বেলা সাড়ে ১১টায় সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এরপর দুপুরে হুটমুড়া ফুটবল মাঠে এক জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। বিকেল পুরুলিয়া থেকে বাঁকুড়া পৌঁছবেন তিনি। বাঁকুড়ার সার্কিট হাউসেই এরপর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতে তিনি থাকবেন সার্কিট হাউসেই। পরের দিন অর্থাত্ মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ওন্দায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে সড়ক পথে কলকাতার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী।

.