চুক্তি চাষে লক্ষ্মীলাভ
চুক্তি চাষে লক্ষ্মী আসছে চাষির ঘরে। হাটের চেয়ে বেশি দর দিচ্ছে কোম্পানি। সহ্য করতে হচ্ছে না ফড়েদের উত্পাতও। জেলায় জেলায় ঘুরে কৃষকদের অভিজ্ঞতার কথা শুনলেন আমাদের প্রতিনিধিরা।
ওয়েব ডেস্ক: চুক্তি চাষে লক্ষ্মী আসছে চাষির ঘরে। হাটের চেয়ে বেশি দর দিচ্ছে কোম্পানি। সহ্য করতে হচ্ছে না ফড়েদের উত্পাতও। জেলায় জেলায় ঘুরে কৃষকদের অভিজ্ঞতার কথা শুনলেন আমাদের প্রতিনিধিরা।
হাটে ফসল বিক্রি করতে গেলে খরচ বেশি। দামও ঠিকমতো পাওয়া যায় না। লাভের গুড় খেয়ে যায় ফড়েরা। বেসরকারি সংস্থার হাতে ফসল তুলে দিয়ে বাড়তি লাভের মুখ দেখছেন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা। শপিং মলে কাঁচা বাজারে আপনি কম-বেশি অভ্যস্ত হয়ে গেছেন। চাহিদা যত বাড়ছে ততই রিলায়েন্স ফ্রেশ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির মতো সংস্থা চাষির কাছ থেকে সরাসরি
ফসল কিনে নিচ্ছে। ভাল দামে বিক্রির নিশ্চয়তা পেয়ে খুশি কৃষকরা।
আরও পড়ুন- কার্যত বিরোধীশূন্য বিধানসভায় পাস শিক্ষা বিল
বর্ধমানের বহু এলাকায় আশ্বিন মাস নাগাদ চাষিদের আলুবীজ দিয়ে দেয় পেপসিকো। আলু উঠলে আগে থেকেই ঠিক হওয়া দামে কিনে নেয় তারা। কৃষকরা বলছেন, চুক্তি করে আলু বুনলে বিঘেতে প্রায় সাত হাজার টাকা লাভ হয়। যা হাটে বিক্রি
করলে অসম্ভব।
ঘরে লক্ষ্মী আসছে দেখে রাজ্যের বিভিন্ন জেলায় চুক্তি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তাঁরা চাইছেন ফসল কিনতে গ্রামে আসুক আরও কোম্পানি।