গরুর পেট থেকে টিক টিক আওয়াজ, বোমাতঙ্কে গরু আটক করল সেনা

সীমান্তে আটক গরুকে ঘিরে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির নয়াবস্তিতে। গরুটির পেটে সেলাই। মেটাল ডিটেক্টর ধরলে শব্দ হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে চারটেয় ভারত-নেপাল সীমান্তে একশোটি গরুকে আটক করে এসএসবি। দুই পাচারকারীকেও আটক করা হয়। আটক গরুগুলির একটির পেট সেলাই করা ছিল। মেটাল ডিটেক্টরে সন্দেহজনক শব্দ পেতেই গরুটিকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এসএসবি ক্যাম্পে। গরুটিকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে এক্সরে করা হবে। একইসঙ্গে গরুর পেটে কী রয়েছে জানতে দুই পাচারকারীকেও জেরা করা হচ্ছে। 

Updated By: Aug 1, 2015, 02:06 PM IST
গরুর পেট থেকে টিক টিক আওয়াজ, বোমাতঙ্কে গরু আটক করল সেনা

ওয়েব ডেস্ক: সীমান্তে আটক গরুকে ঘিরে উত্তেজনা ছড়াল নকশালবাড়ির নয়াবস্তিতে। গরুটির পেটে সেলাই। মেটাল ডিটেক্টর ধরলে শব্দ হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে চারটেয় ভারত-নেপাল সীমান্তে একশোটি গরুকে আটক করে এসএসবি। দুই পাচারকারীকেও আটক করা হয়। আটক গরুগুলির একটির পেট সেলাই করা ছিল। মেটাল ডিটেক্টরে সন্দেহজনক শব্দ পেতেই গরুটিকে আলাদা করে নিয়ে যাওয়া হয় এসএসবি ক্যাম্পে। গরুটিকে সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে এক্সরে করা হবে। একইসঙ্গে গরুর পেটে কী রয়েছে জানতে দুই পাচারকারীকেও জেরা করা হচ্ছে। 

গরুটির পেটে কি কোনও বোমা রয়েছে? এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না এসএসবি।   

 

.