বনগাঁয় ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃতদেহ
অফিসটাইমে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল মৃতদেহ। ভরা স্টেশনে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
Updated By: Nov 23, 2016, 01:14 PM IST
![বনগাঁয় ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃতদেহ বনগাঁয় ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃতদেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/23/71080-32115224.jpg)
ওয়েব ডেস্ক : অফিসটাইমে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল মৃতদেহ। ভরা স্টেশনে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সকাল আটটা নাগাদ বনগাঁ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের সাইড লাইন থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির। যাত্রীরা উঠতে গিয়ে দেখেন কামরার সিটে অজ্ঞাতপরিচয় ওই যাত্রীর দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর যায় জিআরপিতে। জিআরপি গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন, নার্সিংহোমে বিস্কুটের পেটির মধ্যে উদ্ধার দুই সদ্যোজাত