দুর্গাপুরে বিমান বসুর জনসভার আগে তৃণমূলের দাদাগিরি, ছেঁড়া হল দলীয় পতকা

দুর্গাপুরে বিমান বসুর জনসভার আগে সিপিআইএমের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মীরা পথ অবরোধ করলে তাও জোর করে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাটাই ঘটল পুলিসের সামনে। এদিকে গতকাল সূর্যকান্ত মিশ্রর সভার পরই সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলা হয় বর্ধমানের রায়নায়। তৃণমূলের পাল্টা অভিযোগ, আক্রান্ত হয়েছেন তাদের কর্মী সমর্থকরাই।

Updated By: Feb 1, 2014, 08:58 PM IST

দুর্গাপুরে বিমান বসুর জনসভার আগে সিপিআইএমের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে দলীয় কর্মীরা পথ অবরোধ করলে তাও জোর করে তুলে দেওয়া হয়। গোটা ঘটনাটাই ঘটল পুলিসের সামনে। এদিকে গতকাল সূর্যকান্ত মিশ্রর সভার পরই সিপিআইএম কর্মী সমর্থকদের ওপর হামলা হয় বর্ধমানের রায়নায়। তৃণমূলের পাল্টা অভিযোগ, আক্রান্ত হয়েছেন তাদের কর্মী সমর্থকরাই।

বিমান বসুর ডাকে জনসভা। আর তাই শুক্রবার বিকেল থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি। লাগানো হয়েছিল সিপিআইএমের পতাকা। কিন্তু, শুক্রবার রাতেই দুর্গাপুরের মুচিপাড়া মোড়ে ছিঁড়ে ফেলা হয় সেইসব পতাকা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে শনিবার সকাল থেকে পথ অবরোধ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা। কিন্তু পুলিসের সামনেই জোর করে অবরোধ তুলে দেন তৃণমূলের নেতাকর্মীরা।

অন্যদিকে সূর্যকান্ত মিশ্রের সভায় যাওয়ায় শুক্রবার হামলা হয় রায়নার আদমপুর গ্রামের সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়িতে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি। কয়েকটি বাড়ি, ট্রাক্টর আর খড়ের গাদাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেই থেমে থাকেনি। তাদের পাল্টা অভিযোগ বৃহস্পতিবার ব্রিগেডে যাওয়ার পরই হামলা হয়েছে দলের কর্মী সমর্থকদের বাড়িতে।রায়নার ঘটনায় বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

.