রেল লাইনের ধারে ঠায় দাড়িয়ে রয়েছে রয়েছে হাতি!

রেল লাইনের ধারে ঠায় দাড়িয়ে রয়েছে রয়েছে হাতি। দুর্ঘটনা এড়াতে মংপং এর কাছে রুংডুং এ খুব ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। সকালে লাইন চেকিং করতে গিয়ে হাতির সামনে পড়েন দুই রেল কর্মী। হাতি দেখে ভয়ে দুই কর্মী টানেলের মধ্যে ঢুকে পড়েন। কিন্তু হাতি তো আর ভয় পায়নি।

Updated By: Aug 16, 2016, 11:53 AM IST
রেল লাইনের ধারে ঠায় দাড়িয়ে রয়েছে রয়েছে হাতি!

ওয়েব ডেস্ক: রেল লাইনের ধারে ঠায় দাড়িয়ে রয়েছে রয়েছে হাতি। দুর্ঘটনা এড়াতে মংপং এর কাছে রুংডুং এ খুব ধীরগতিতে চালানো হচ্ছে ট্রেন। সকালে লাইন চেকিং করতে গিয়ে হাতির সামনে পড়েন দুই রেল কর্মী। হাতি দেখে ভয়ে দুই কর্মী টানেলের মধ্যে ঢুকে পড়েন। কিন্তু হাতি তো আর ভয় পায়নি।

আরও পড়ুন পদক তো আর চকোলেট নয় তাহলে পদকজয়ীরা সেটাকে কামড়ান কেন?

তার অন্য কোথাও যাওয়ার তাড়াও নেই। তাই হাতি রেল লাইনের ধারেই দাঁড়িয়ে থাকে দিব্যি। টানেলের অন্য দিক দিয়ে রেল কর্মীরা বেরিয়ে খবর পাঠান কাছাকাছি সেবক ও বাগ্রাকোট রেল স্টেশনে।যদিও হাতিদের এখনও সরানো যায়নি!

আরও পড়ুন  বাড়িতে বসে মুখ্যমন্ত্রীর সই নকল করা রীতিমতো প্র্যাকটিস করেছিলেন জোনাকি বসু!

.