বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের নিগৃহীতা ছাত্রীর বাবা
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের করলেন সিকিমের নিগৃহীতা ছাত্রীর বাবা। আজ জেলা পুলিস সুপারের দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের করেন কলাভবনের অধ্যক্ষের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, তাঁর মেয়ে যেভাবে নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছে, তার ন্যায়বিচার পাচ্ছেন না তিনি। মেয়েকে আর বিশ্বভারতীতে রাখতে চান না বলেও জানিয়েছেন তিনি।
বোলপুর: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে জেলা পুলিস সুপারের কাছে অভিযোগ দায়ের করলেন সিকিমের নিগৃহীতা ছাত্রীর বাবা। আজ জেলা পুলিস সুপারের দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়ের করেন কলাভবনের অধ্যক্ষের বিরুদ্ধেও। তাঁর অভিযোগ, তাঁর মেয়ে যেভাবে নির্যাতন ও হেনস্থার শিকার হয়েছে, তার ন্যায়বিচার পাচ্ছেন না তিনি। মেয়েকে আর বিশ্বভারতীতে রাখতে চান না বলেও জানিয়েছেন তিনি।
বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন কলাভবনের ওই ছাত্রী। ওই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিন ছাত্রকে। শনিবার ওই ছাত্রীর বাবা দাবি করেন, তাঁকে হুমকি দিয়েছেন ইউজিসির প্রতিনিধি দলের এক সদস্য।