রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা হচ্ছে

রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা হচ্ছে। দার্জিলিং, বর্ধমান  ও পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে। সুন্দরবন ও বসিরহাট জেলা গড়ার সিদ্ধান্তও এদিন মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আবার জেলা ভাগ। কয়েকমাস আগেই জলপাইগুড়ি ভেঙে তৈরি হয় নতুন জেলা আলিপুরদুয়ার। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর আরও পাঁচ জেলা তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । ফলে রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে পঁচিশ। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় কালিম্পং মহকুমা এবার নতুন জেলার মর্যাদা পেতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে।  ঝাড়গ্রাম মহকুমা ও জঙ্গলমহলের একাংশ ঘিরে তৈরি হবে নতুন জেলা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা এবার জেলার মর্যাদা পেতে চলেছে। সুন্দরবনকে আলাদা জেলা করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। নয়া জেলা গড়ার যাবতীয় কাজ এক বছরের মধ্যে শেষ করা হবে।

Updated By: Dec 18, 2015, 10:36 PM IST
 রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা হচ্ছে

ওয়েব ডেস্ক: রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা হচ্ছে। দার্জিলিং, বর্ধমান  ও পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে। সুন্দরবন ও বসিরহাট জেলা গড়ার সিদ্ধান্তও এদিন মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে আবার জেলা ভাগ। কয়েকমাস আগেই জলপাইগুড়ি ভেঙে তৈরি হয় নতুন জেলা আলিপুরদুয়ার। শুক্রবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর আরও পাঁচ জেলা তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । ফলে রাজ্যে জেলার সংখ্যা বেড়ে দাঁড়াবে পঁচিশ। দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় কালিম্পং মহকুমা এবার নতুন জেলার মর্যাদা পেতে চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলা ভাঙছে।  ঝাড়গ্রাম মহকুমা ও জঙ্গলমহলের একাংশ ঘিরে তৈরি হবে নতুন জেলা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা এবার জেলার মর্যাদা পেতে চলেছে। সুন্দরবনকে আলাদা জেলা করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই সিদ্ধান্তেই আনুষ্ঠানিক সিলমোহর পড়ল। নয়া জেলা গড়ার যাবতীয় কাজ এক বছরের মধ্যে শেষ করা হবে।

.