উন্নাওয়ে নয় সোনা মিলল বহরমপুরে, আটক ৫৮ কেজিরও বেশি সোনা

উত্তরপ্রদেশের উন্নাওয়ে খোঁড়াখুঁড়ি করে খোঁজ মেলেনি এক কুচি সোনা। বহরমপুরে কিন্তু মিলে গেল ৫৮ কেজিরও বেশি। তবে এ সোনা কোনও সাধুর স্বপ্নে আসেনি। এ সোনা পাচার করা হচ্ছিল।

Updated By: Nov 10, 2013, 05:38 PM IST

উত্তরপ্রদেশের উন্নাওয়ে খোঁড়াখুঁড়ি করে খোঁজ মেলেনি এক কুচি সোনা। বহরমপুরে কিন্তু মিলে গেল ৫৮ কেজিরও বেশি। তবে এ সোনা কোনও সাধুর স্বপ্নে আসেনি। এ সোনা পাচার করা হচ্ছিল।
সোনার বিস্কুট হয়ে সবটাই অবশ্য পাচার হচ্ছিল। আটক সোনার বাজার দর প্রায় ১৯ কোটি টাকা। আগাম খবর পেয়ে ডিআরআই ফাঁদ পাতে। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ফতেপুরের কাছে একটি গাড়ি থেকে ওই সোনা আটক করা হয়। গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতায় আসছিল। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। 
উত্তরপ্রদেশের ১৯ শতকের কেল্লায় হাজার টন সোনার খোঁজে খননকার্য চালানো হয়েছিল। সাধু শোভন সরকারের দাবি ছিল বড় যক্ষের ধন পোঁতা রয়েছে এই রাজ্যেরই ফতেপুরের আদামপুর গ্রামে। অনেকটা খুঁড়েও অবশ্য সোনার সন্ধান মেলেনি।

.