নদিয়ায় মাঠি খুঁড়ে উঠে এল ভিক্টোরিয়া আমলের কলসি ভর্তি মুদ্রা

মাটি খুঁড়তেই উঠে এল দুষ্প্রাপ্য মুদ্রা। একশো দিনের প্রকল্পে মাটি কাটার সময় কোদালে ঠেকল কলসি। আর সেই কলসি থেকে মিলল১৮৪০  ও ১৮৬২ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রানি ভিক্টোরিয়ার ছবি দেওয়া ৩৭টি প্রাচীন মুদ্রা। নদিয়ার মায়াপুরের বল্লালদিঘি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Updated By: Aug 20, 2014, 06:19 PM IST
নদিয়ায় মাঠি খুঁড়ে উঠে এল ভিক্টোরিয়া আমলের কলসি ভর্তি মুদ্রা

কৃষ্ণনগর: মাটি খুঁড়তেই উঠে এল দুষ্প্রাপ্য মুদ্রা। একশো দিনের প্রকল্পে মাটি কাটার সময় কোদালে ঠেকল কলসি। আর সেই কলসি থেকে মিলল১৮৪০  ও ১৮৬২ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির রানি ভিক্টোরিয়ার ছবি দেওয়া ৩৭টি প্রাচীন মুদ্রা। নদিয়ার মায়াপুরের বল্লালদিঘি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে বল্লালদিঘির রামসীতা মন্দিরের পাশে একশো দিনের প্রকল্পে মাটি কাটার কাজ করছিলেন গজেন হালদার। তখনই মুদ্রাভর্তি কলসিটি মেলে। আজ সকালে ঘটনাটি জানাজানি হতেই মায়াপুর ফাঁড়ির ওসি অরিন্দম রায় ঘটনাস্থলে যান। তখনই ওই দুষ্প্রাপ্য মুদ্রাগুলি পাওয়া যায়। কৌতূহলী  মানুষের ভিড় বাড়তে থাকে। এলাকা ঘিরে রেখেছে পুলিস।

 

.