কে চালল গুলি? ভাঙড় কাণ্ডে শাসক-বিরোধী তরজা অব্যাহত

মানুষকে বিভ্রান্ত করছে সরকার। ভাঙড়ে কারা গুলি চালাল, এখনই তাদের খুঁজে বার করতে হবে। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেই দাবিতে সরব হলেন সিপিএম নেতারা। তৃণমূল নেতা মুকুল রায় অবশ্য দাবি করেছেন,গুলি চালিয়েছে বহিরাগতরাই।

Updated By: Jan 18, 2017, 08:34 PM IST
কে চালল গুলি? ভাঙড় কাণ্ডে শাসক-বিরোধী তরজা অব্যাহত
এখনো থমথমে ভাঙড়

ওয়েব ডেস্ক : মানুষকে বিভ্রান্ত করছে সরকার। ভাঙড়ে কারা গুলি চালাল, এখনই তাদের খুঁজে বার করতে হবে। ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সেই দাবিতে সরব হলেন সিপিএম নেতারা। তৃণমূল নেতা মুকুল রায় অবশ্য দাবি করেছেন,গুলি চালিয়েছে বহিরাগতরাই।
গতকালের ধুন্ধুমারের পর আজও থমথমে ভাঙড়। স্বজন হারানো কান্নায় বকুলতলা, স্বরূপনগরের বাতাস ভারী। অন্যদিকে, প্রশাসন সেখানে কিছুটা ব্যাকফুটে। এই পরিস্থিতিতেই আসরে নামলেন বিরোধীরা। ভাঙড়ে পৌঁছে গেলেন সিপিএম নেতারা। গ্রামে ঘুরলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে।

আরও পড়ুন- ভাঙড়ে চলল গুলি, মৃত ২, গুলিবিদ্ধ ২

ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে সোজাসুজি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন মহম্মদ সেলিম। বললেন, 'সরকার বিভ্রান্ত করছে'। কারা গুলি চালাল? খামারআটি, পোলারহাট, মাছিভাঙা গ্রামগুলির বাতাসে কানপাতলে এখন শোনা যাচ্ছে একটাই প্রশ্ন গুলি চালালো কে? পুলিস না কি  বহিরাগত দুষ্কৃতীরা? সুজন চক্রবর্তীর দাবি, 'গুলি চালিয়েছে বহিরাগতরাই'।

আরও পড়ুন- ভাঙড় নিয়ে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিল প্রশাসন

আজ ভাঙড়ে যান তৃণমূল নেতা মুকুল রায়ও। তাঁর অভিযোগ, পুলিস নয় গুলি চালিয়েছে বহিরাগতরাই। কিন্তু  গুলি চালালো কে?  কেন এভাবে অকালে চলে যেতে হল দুই তরতাজা যুবককে, কান্না ভরা চোখে সে উত্তরই খুঁজছে স্বজন হারানো পরিজনরা।

.