নির্দিষ্ট নিয়ম মেনে বদলি তাও স্কুলে ঢুকতে পারলেন না প্রধান শিক্ষক

সরকারি সমস্ত নিয়ম-কানুন মেনে বদলি। কিন্তু তা সত্ত্বেও স্কুলে ঢুকতে পারলেন না নতুন প্রধান শিক্ষক। অভিযোগ, চরম হেনস্থা, কটূক্তি, মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্কুলে যোগ দেওয়ার কাগজপত্রও কেড়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। যদিও এই অভিযোগ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Updated By: Mar 1, 2014, 11:06 PM IST

সরকারি সমস্ত নিয়ম-কানুন মেনে বদলি। কিন্তু তা সত্ত্বেও স্কুলে ঢুকতে পারলেন না নতুন প্রধান শিক্ষক। অভিযোগ, চরম হেনস্থা, কটূক্তি, মোবাইল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি স্কুলে যোগ দেওয়ার কাগজপত্রও কেড়ে নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে। এই ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে। কাঠগড়ায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের একাংশ। যদিও এই অভিযোগ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল।

আতঙ্কে ঘরবন্দি প্রধান শিক্ষক গোলক পতি বাড়ুই। বদলি হয়ে হুগলির আরামবাগের সালেপুরে রামনগর স্কুল থেকে রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। দায়িত্ব বুঝে নিতে আঠাশ তারিখ নতুন স্কুলেও যান। কিন্তু এরপরের অভিজ্ঞতা ভয়াবহ। অথচ বদলি-প্রক্রিয়া হয়েছিল সব নিয়ম মেনেই। এমন ঘটনা কেন ঘটল? পিছনে কাদের হাত?

নিগ্রহের কথা ফোনে পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতাকে জানিয়েছিলেন ওই শিক্ষক। কিন্তু অভিযোগ,কিছুই করা হয়নি। তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে না। দাবি করেছেন দলের ব্লক সভাপতি। কবে আবার স্কুলে যেতে পারবেন, আপাতত এই প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন নিগৃহীত প্রধান শিক্ষক।

.