সারদার পর রোজভ্যালি কাণ্ডেও সিবিআই-এর রেডারে হেভিওয়েটরা

সারদার মতো রোজভ্যালি কাণ্ডেও CBI-এর রেডারে প্রভাবশালীরা। হেভিওয়েটদের হদিশ পেতে গৌতম কুণ্ডুকে হেফাজতে নিতে চলেছে তারা। আগামী সপ্তাহেই আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Updated By: Apr 3, 2015, 08:14 PM IST
সারদার পর রোজভ্যালি কাণ্ডেও সিবিআই-এর রেডারে হেভিওয়েটরা

ব্যুরো: সারদার মতো রোজভ্যালি কাণ্ডেও CBI-এর রেডারে প্রভাবশালীরা। হেভিওয়েটদের হদিশ পেতে গৌতম কুণ্ডুকে হেফাজতে নিতে চলেছে তারা। আগামী সপ্তাহেই আদালতে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রোজভ্যালি কেলেঙ্কারিতে সেবির দায়ের করা মামলায় এখন জেল হেফাজতে রয়েছেন গৌতম কুণ্ডু। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ED। কিন্তু, সেই চার্জশিট মূলত রোজভ্যালির আর্থিক অনিয়ম নিয়ে। CBI তদন্তকারীরা এবার জানতে চান, প্রভাবশালীদের নাম।  

রোজভ্যালির সঙ্গে রাজ্যের কোন কোন প্রভাবশালী ব্যক্তি যুক্ত ছিলেন তা জানতে চায় CBI।

রোজভ্যালির আর্থিক অনিয়ম থেকে কোন প্রভাবশালী কীভাবে কতটা লাভবান হয়েছেন তার হদিশ করাও CBI-এর লক্ষ্য

হেভিওয়েটদের খোঁজ পেতে রোজভ্যালির বিভিন্ন অফিসে ইতিমধ্যেই তল্লাসি চালিয়েছে CBI। তল্লাসি চালানো হয়েছে শাসকদলের সাংসদ তাপস পালের বাড়িতেও। দুই কেন্দ্রীয় সংস্থার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ED তদন্তে জানা গেছে,

অসম ও ত্রিপুরার বাজার থেকে তোলা টাকার একাংশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেছে
রোজভ্যালির টাকা বাংলাদেশে কাদের হাতে পৌছল তাও জানতে চায় CBI

এইসব প্রশ্নের উত্তর পেতেই গৌতম কুণ্ডুকে হেফাজতে চায় CBI। আগামী সপ্তাহেই এ নিয়ে আদালতে আবেদন করা হবে।

 

.