সব গ্লানি দূরে ঠেলে রঙিন হল কোচবিহারের প্রিয়গঞ্জ কলোনিও
সূর্যের আলো এ ঘুপচি গলিতে খুব একটা ঢোকে না। সমাজের মূলস্রোত থেকে এরা অনেক দূরে। কোচবিহারের প্রিয়গঞ্জ কলোনির এই ঘুপচি জায়গার জীবনও অন্যরকম। কিন্তু এই একটা দিনে, সব বাধা পেরিয়ে জয় পাওয়ার দিন।
ওয়েব ডেস্ক : সূর্যের আলো এ ঘুপচি গলিতে খুব একটা ঢোকে না। সমাজের মূলস্রোত থেকে এরা অনেক দূরে। কোচবিহারের প্রিয়গঞ্জ কলোনির এই ঘুপচি জায়গার জীবনও অন্যরকম। কিন্তু এই একটা দিনে, সব বাধা পেরিয়ে জয় পাওয়ার দিন।
সব গ্লানি দূরে সরিয়ে দোলের সময় রঙিন হয়ে ওঠে প্রিয়গঞ্জ কলোনির নিষিদ্ধ পল্লী। প্রতিবারের মত এবারও সকাল থেকেই শুরু হয়েছে রঙ উত্সব। কচি কাঁচাদের গান ও নৃত্যে মুখরিত আকাশ-বাতাস। চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ আজ দূরে। আজ শুধুই বসন্ত উত্সব।
আরও পড়ুন, দোল উত্সবে মায়াপুরে এটাই মূল আকর্ষণ
আরও পড়ুন, শান্তিনিকতনের আকাশে আজ রং মিলান্তি