কাল থেকে তারাপীঠের সব হোটেল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে মালিকরা

আগামিকাল, বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে তারাপীঠের সব হোটেল। গতকাল হোটেল মালিকদের বৈঠকে বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারাপীঠ হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি। পরিবেশ দূষণ সংক্রান্ত একটি মামলায় গ্রিন ট্রাইব্যুনাল তারাপীঠের ২৫৬টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।

Updated By: Feb 3, 2015, 11:44 AM IST

ওয়েব ডেস্ক: আগামিকাল, বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকছে তারাপীঠের সব হোটেল। গতকাল হোটেল মালিকদের বৈঠকে বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারাপীঠ হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি। পরিবেশ দূষণ সংক্রান্ত একটি মামলায় গ্রিন ট্রাইব্যুনাল তারাপীঠের ২৫৬টি হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।

তারাপীঠে রয়েছে প্রায় সাড়ে তিনশটি হোটেল। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে সব হোটেল বন্ধ রেখে আন্দোলনে নামছে হোটেল মালিকদের সংগঠন। এদিকে হোটেল বন্ধ থাকায় নাজেহাল তারাপীঠে যাওয়া বিভিন্ন পর্যটক। আচমকা বনধের কথা জানতে পারায় তড়িঘড়ি বাড়ি ফেরার তাড়ায় রেলের টিকিট কাউন্টারে ভিড় উপচে পড়ছে পর্যটকদের।

.