অধীর গড়ে কংগ্রেসের বেলডাঙা পুরসভাও এবার আসতে পারে তৃণমূলের ঝুলিতে

অধীর-গড়ে এবার কংগ্রেসের পুরবোর্ডেও কি থাবা বসাতে চলেছে তৃণমূল? বাম পরিচালিত জঙ্গিপুর ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পর এবার কংগ্রেসের দখলে থাকা বেলডাঙা পুরসভা।

Updated By: Aug 10, 2016, 10:26 AM IST
অধীর গড়ে কংগ্রেসের বেলডাঙা পুরসভাও এবার আসতে পারে তৃণমূলের ঝুলিতে

ওয়েব ডেস্ক: অধীর-গড়ে এবার কংগ্রেসের পুরবোর্ডেও কি থাবা বসাতে চলেছে তৃণমূল? বাম পরিচালিত জঙ্গিপুর ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জের পর এবার কংগ্রেসের দখলে থাকা বেলডাঙা পুরসভা।

সাত কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আত্মগোপণ করেছেন চেয়ারম্যান ভরত ঝাওয়ার। তাঁর দাবি, কংগ্রেস ছাড়ছেন। পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলে। আজ তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে ভরতবাবুর বৈঠক হওয়ার কথা। চোদ্দ আসনের বেলডাঙা পুরসভায় নটি ওয়ার্ড রয়েছে কংগ্রেসের দখলে। বিজেপির তিনটি এবং বামেদের পক্ষে রয়েছে দুটি ওয়ার্ড। চেয়ারম্যান সহ আট কাউন্সিলর তৃণমূলে গেলে পুরবোর্ড দখলে আসতে পারে তাদের।

আরও পড়ুন- সবং মামলায় মানস ভুঁইঞার পাশে দাঁড়িয়ে লড়াইয়ের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

উল্লেখ্য, তৃণমূলের পক্ষ থেকে অধীর চৌধুরীর মুর্শিদাবাদে দলের রাজনৈতিক কর্তৃত্ব পোক্ত করার জন্য 'বিশেষ গুরুত্ব' দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরেই। দলের তরফ থেকে সেই দায়িত্ব পেয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন- বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ

.