প্রেসিডেন্সি ভাঙচুরে অভিযুক্ত সেই কৈলাস মিশ্র হাওড়ার ভোটে তৃণমূল প্রার্থী

প্রেসিডেন্স কলেজের বেকার ল্যাব ভাঙচুরে নাম জড়িয়েছিল কৈলাস মিশ্রের। এবার সেই কৈলাসকেই হাওড়া পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। দাগী কৈলাসকে প্রার্থী করায় বির্তকের ঝড় সব মহলে।

Updated By: Sep 15, 2015, 11:34 PM IST

ওয়েব ডেস্ক: প্রেসিডেন্স কলেজের বেকার ল্যাব ভাঙচুরে নাম জড়িয়েছিল কৈলাস মিশ্রের। এবার সেই কৈলাসকেই হাওড়া পুরসভার ৬২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। দাগী কৈলাসকে প্রার্থী করায় বির্তকের ঝড় সব মহলে।

হাওড়া পুরসভার ১৬টি ওয়ার্ডে উপনির্বাচন। ৬২ নম্বর ওয়ার্ড থেকে ঘটা করে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেতা কৈলাস মিশ্র।

কে এই কৈলাস মিশ্র?

২০১৩-র এপ্রিল। তৃণমূল ছাত্র পরিষদের তাণ্ডবে তছনছ প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বেকার ল্যাব। হামলার সময় সামনের  সারিতে হাজির কৈলাস মিশ্র।

এবার তার আরও এক কাণ্ড--

২০১৪- ডিসেম্বর। হাওড়ার এক চিকিত্সকের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ডেপুটি স্পিকার সোনালি গুহর বিরুদ্ধে। সেই ঘটনায় সোনালির সঙ্গে ছিলেন কৈলাস মিশ্রও। চিকিত্সক পরিবারের করা FIR-এও নাম ছিল কৈলাস মিশ্রর।

এহেন দাগী কৈলাস মিশ্রকে প্রার্থী করায় বিতর্কের ঝড় সব মহলে । সরব বিরোধীরাও।। যদিও, সব অভিযোগই স্ট্রেটব্যাটে ওড়াচ্ছেন কৈলাস মিশ্র। আত্মপক্ষ সমর্থনে কৈলাস মিশ্র যাই বলুন কেন।  বিতর্কের জেরে দল যে কিছুটা অস্বস্তিতে তানিয়ে সন্দেহ নেই।

.