শক্তি আরাধনায়ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ

দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদকে থিম করে মণ্ডপ সাজিয়েছে খড়দহের হালদার বাগানের সংঘমিত্র ক্লাব। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাল, ডাল সবজি দিয়ে প্রতিমা তৈরি করেছেন উদ্যোক্তারা।

Updated By: Nov 13, 2012, 10:38 AM IST

দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদকে থিম করে মণ্ডপ সাজিয়েছে খড়দহের হালদার বাগানের সংঘমিত্র ক্লাব।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাল, ডাল সবজি দিয়ে প্রতিমা তৈরি করেছেন উদ্যোক্তারা। প্রতিমাও বানানো হয়েছে রকমারি শস্য দিয়ে। পাশপাশি, সচেতনার বার্তা দিতে মণ্ডপ জুড়ে নানা পোস্টার ও ব্যানারের মাধ্যমে সমাজের নানা সমস্যার কথা তুলে ধরা হয়েছে। অভিনব এই মণ্ডপ ও প্রতিমা দেখতে কালীপুজোর আগের দিন থেকেই মণ্ডপে ভিড় জমিয়েছেন অসংখ্য দর্শনার্থী।   

.