ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে শাসনে টাকি রোড অবরোধ

ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে শাসনে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ  স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে শাসনে এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে, গুলি করে খুন তিন দুষ্কৃতী।

Updated By: Dec 13, 2016, 11:49 AM IST
ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে শাসনে টাকি রোড অবরোধ

ওয়েব ডেস্ক : ব্যবসায়ীকে খুনের প্রতিবাদে শাসনে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ  স্থানীয় বাসিন্দাদের। গতকাল রাতে শাসনে এক ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে, গুলি করে খুন তিন দুষ্কৃতী।

শাসনের গোলাবাড়ির বাসিন্দা সাহানগির আলম গরু কিনতে মেদিনীপুর যাচ্ছিলেন। তাঁর কাছে তিন লাখ টাকা ছিল। অভিযোগ, টাকি রোডের উপর  হামলা চালায়  তিন দুষ্কৃতী। দুষ্কৃতীরা হেলমেট পরে বাইকে করে এসেছিল।  খুন করে অনায়াসে চম্পট দেয় তারা। তবে ব্যবসায়ীর সঙ্গে থাকা কোনও টাকা খোয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা টাকি রোডে অবরোধ করে।

আরও দেখুন, একই পরিবারের ৩ জনকে খুনে ৩ জনকে মৃ্ত্যুদণ্ডের সাজা

.