জিটিএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে মোর্চা

জিটিএতে মৌজা অর্ন্তভূক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছে মোর্চা নেতৃত্ব। বিমল গুরুং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের মোর্চার প্রতিনিধি দল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে। মঙ্গলবার বিকেলে বৈঠক হওয়ার কথা।

Updated By: Jun 24, 2012, 08:14 PM IST

জিটিএতে মৌজা অর্ন্তভূক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছে মোর্চা নেতৃত্ব। বিমল গুরুং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের মোর্চার প্রতিনিধি দল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে। মঙ্গলবার বিকেলে বৈঠক হওয়ার কথা। পরে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মোর্চা নেতারা। ফেরার পথে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের এক দফা বৈঠকে বসবে মোর্চা। তারপরই পরবর্তী আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি।
প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বাধীন কমিটির রিপোর্ট প্রকাশের পর প্রস্তাবিত জিটিএ-তে তরাই ও ডুয়ার্সের মাত্র ৫টি মৌজার অন্তর্ভূক্তি নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছে মোর্চা। রোশন গিরির নেতৃত্বে মহাকরণে মুখ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মোর্চার ২১ সদস্যের প্রতিনিধি দল। শ্যামল সেন কমিটির রিপোর্টের বাস্তবতা যাচাই করতে তিন সদস্যের `ফ্যাক্ট ভেরিফিকেশন কমিটি` গঠন করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঐ বৈঠকে উপস্থিত্য ছিলেন না মোর্চার সভাপতি বিমল গুরুং। মহাকরণের বৈঠকের পর আজই বৈঠকে বসে মোর্চা।

.