সিরাজ মাস্টারের মৃত্যুতে শোকস্তব্ধ মুর্শিদাবাদ

মঙ্গলবার প্রয়াত হয়েছেন সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মু্র্শিদাবাদ জেলায়। এই জেলা থেকেই শুরু হয়েছিল তাঁর পথচলা। বুধবার প্রয়াত লেখকের নিজের গ্রাম খোশবাসপুরে তাঁকে সমাহিত করা হবে।

Updated By: Sep 4, 2012, 09:14 PM IST

মঙ্গলবার প্রয়াত হয়েছেন সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মু্র্শিদাবাদ জেলায়। এই জেলা থেকেই শুরু হয়েছিল তাঁর পথচলা। বুধবার প্রয়াত লেখকের নিজের গ্রাম খোশবাসপুরে তাঁকে সমাহিত করা হবে।
সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম হয় কান্দী থানার খোশবাসপুর গ্রামে। মুর্শিদাবাদের প্রকৃতি, গ্রামীন জীবনের ছবি বারবার ফুটে উঠেছে তাঁর লেখায়। মুর্শিদাবাদের লোকশিল্প, আলকাপের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ভালোবেসে আলকাপ শিল্পীরা তাঁকে ডাকতেন ‌‌‌সিরাজ মাস্টার বলে। শুধু গান নয়, বাঁশিতে সুর তুলতেও সমান পারদর্শী ছিলেন মুর্শিদাবাদের ঘরের এই ছেলে। লেখক হিসেবে খ্যাতির চুড়োয় পৌঁছেও তিনি ভোলেননি তাঁর নিজের গ্রাম এবং সেখানকার মানুষদের। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ পরিজনেরা। বাকরুদ্ধ জেলার সাহিত্য-সংস্কৃতি মহলও।
 
বুধবার খোশবাসপুর গ্রামে ভিড় করবেন জেলার বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা। তাঁদের প্রিয় সিরাজ মাস্টারকে শেষ শ্রদ্ধা জানাতে।
 

.