মুর্শিদাবাদে খুন তৃণমূল কর্মী, অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে

ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ফরাক্কায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। গতকাল রাতে ফরাক্কার অর্জুনপুরে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বচসা বাধে সিপিআইএম এবং তৃণমূলের। পরে রাতে বাড়ি ফেরার পথে বোমা মেরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী সুহান শেখকে।

Updated By: Mar 16, 2014, 12:31 PM IST

ভোটের আগে উত্তপ্ত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ফরাক্কায় তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল সিপিআইএমের বিরুদ্ধে। গতকাল রাতে ফরাক্কার অর্জুনপুরে দেওয়াল লেখাকে কেন্দ্র করে বচসা বাধে সিপিআইএম এবং তৃণমূলের। পরে রাতে বাড়ি ফেরার পথে বোমা মেরে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী সুহান শেখকে।

ফরাক্কা থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করেছে। সিপিআইএম অবশ্য খুনের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের পাল্টা অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন সুহান শেখ।

খুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, ক্রমশ জমি হারানোর পরই ঘুরে দাঁড়াতে সিপিআইএম পরিকল্পনা করে তাদের কর্মী সুহান শেখকে খুন করেছে।

.