বেআইনি পথে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে গিয়ে বর্ধমানে ধৃত ১

ঝোপ বুঝে কোপ মারছে নোট বদলের অসাধু কারবারিরা। তেমনই একজনকে গ্রেফতার করল বর্ধমানের রায়না থানার পুলিস। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে কমিশন নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও খণ্ডঘোষের বাসিন্দা দিলীপ সাহা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু নোট। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Updated By: Nov 13, 2016, 12:12 PM IST
বেআইনি পথে ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে গিয়ে বর্ধমানে ধৃত ১

ওয়েব ডেস্ক : ঝোপ বুঝে কোপ মারছে নোট বদলের অসাধু কারবারিরা। তেমনই একজনকে গ্রেফতার করল বর্ধমানের রায়না থানার পুলিস। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলে কমিশন নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও খণ্ডঘোষের বাসিন্দা দিলীপ সাহা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু নোট। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- দুর্নীতি রুখতে সরকারের কড়া পদক্ষেপ, রোজের হয়রানিতে বিরক্ত সাধারণ মানুষ

গত কয়েক দিন ধরেই খবর ছিল পুলিসের কাছে। কিন্তু তল্লাসি করে প্রথমে পাওয়া যায়নি। এরপরই পুলিসের কাছে খবর আসে, ১০০০ হাজার টাকার নোট ভাঙাতে ২০০ টাকার বাটা নেওয়া হচ্ছে। ৫০০ টাকার জন্য নেওয়া হচ্ছে ১০০ টাকা। খবর পেয়েই অভিযান চালায় পুলিস। ধরা পড়ে দিলীপ সাহা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তার জন্য খোঁজ চালানো হচ্ছে। 

.