একদিকে ধানচাষের জমিতে অবাধে খালের জল, অন্যদিকে মিলছে না দাম, দিশাহারা উত্তর ২৪ পরগণা, নদিয়া

Updated By: May 19, 2015, 12:29 PM IST
একদিকে ধানচাষের জমিতে অবাধে খালের জল, অন্যদিকে মিলছে না দাম, দিশাহারা উত্তর ২৪ পরগণা, নদিয়া

চাষের জমিতে অবাধে ঢুকছে খালের জল। ধানচাষের দফারফা। উত্তর চব্বিশ পরগনার পাতুলিয়ায় চাষিরা জেরবার। অন্যদিকে, সরকার ধানের দাম না মেটানোয় বিপাকে পড়েছে নদিয়ার একাধিক সমবায় সমিতি।

কোথাও ধানের ক্ষেতই জল থইথই। আবার কোথাও খাল উপচে আসা সেই জলেই মাঠে কেটে রাখা পাকা ধানেরই দফারফা। উত্তর চব্বিশ পরগনার পাতুলিয়া ও শিউলি পঞ্চায়েত এলাকায় চাষিদের মাথায় হাত।

বিঘার পর বিঘা জমির ধান এভাবেই নষ্ট হচ্ছে। অথচ প্রশাসন নির্বিকার বলে অভিযোগ। বিপুল ক্ষতির মুখে পড়ে চাষিরা দিশাহারা। নদিয়ায় আবার সরকারি সংস্থা বেনফেডকে ধান বেচে বিপাকে পড়েছে বিভিন্ন সমবায়

সমিতি। চাকদহের বালিয়া, কদম্বগাছি, জয়কৃষ্ণপুরসহ  ছটি সমিতি থেকে বেনফেড এক কোটি ছ লক্ষ টাকার ধান কিনেছিল। কথা ছিল, ৩ মাসের মধ্যে টাকা মিটিয়ে দেওয়া হবে। কিন্তু সরকার কথা রাখেনি বলে

অভিযোগ। অন্যদিকে চাষিদের ধানের দাম মেটাতে গিয়ে লোকসানের মুখে পড়েছে  সমবায় সমিতি ।

এই অবস্থায় আইনি পদক্ষেপ করার কথা ভাবছেন সমবায় সমিতির কর্তারা।

 

.