চিকিত্‍সার সামর্থ্য নেই, মানসিক রোগীর পায়ে তাই শিকলের বেড়ি পরিবারের

Updated By: Jan 20, 2015, 11:57 PM IST
চিকিত্‍সার সামর্থ্য নেই, মানসিক রোগীর পায়ে তাই শিকলের বেড়ি পরিবারের

মানসিক রোগী। তাই পায়ে শিকলের বেড়ি। চব্বিশ ঘণ্টার ক্যামেরায় ফের ধরা পড়ল সমাজ ব্যবস্থার এমনই এক কঙ্কালচিত্র। গত ছমাস ধরে মালদার চাঁচোলে এভাবেই বেঁচে রয়েছেন ওই মহিলা।

এক বছর আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন মালদার চাঁচোলের গোরখপুরের এক মহিলা। পরিবারের দাবি, খুলে রাখলে কামড়ে দেন, পরনের জামাকাপড় খুলে ফেলেন। পরিবারের চিকিত্সা করানোর সামর্থ্য ফুরিয়েছে। বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। দশ বছর আগে স্থানীয় খুরসদ আলি নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় এই মহিলার। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে এবং তিন বছরের একটি মেয়ে রয়েছে। পেশায় দিনমজুর খুরসদ স্ত্রীর জন্য সর্বস্ব খরচ করেছেন। প্রশাসনের দরজায় বারবার কড়া নাড়লেও সাহায্য মেলেনি বলে অভিযোগ।

এভাবে আর কতদিন? এভাবেই কি চিরটাকাল বেঁচে থাকতে হবে মহিলাকে? কেউ কি বাড়িয়ে দেবেন না সাহায্যের হাত?

 

.