আবারও মদ্যপদের হাতে মার খেলেন পুলিসকর্মী!
মদ পেটে পড়লে পুলিসকেও মারার লাইসেন্স পাওয়া যায় যেন! তাই মাঝে মাঝেই পাওয়া যায় এমন খবর। আবারও মদ্যপদের হাতে মার খেলেন পুলিসকর্মী। এবার হাওড়ার ফাঁসিতলা মোড়ের ঘটনা। একটি হাওড়াগামী বাসে উঠেছিল এক মদ্যপ যুবক। সে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, কটূক্তি এমন কি হাত ধরে টানাটানি করছিল বলেও অভিযোগ।
![আবারও মদ্যপদের হাতে মার খেলেন পুলিসকর্মী! আবারও মদ্যপদের হাতে মার খেলেন পুলিসকর্মী!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/31/69325-police31-10-16.jpg)
ওয়েব ডেস্ক: মদ পেটে পড়লে পুলিসকেও মারার লাইসেন্স পাওয়া যায় যেন! তাই মাঝে মাঝেই পাওয়া যায় এমন খবর। আবারও মদ্যপদের হাতে মার খেলেন পুলিসকর্মী। এবার হাওড়ার ফাঁসিতলা মোড়ের ঘটনা। একটি হাওড়াগামী বাসে উঠেছিল এক মদ্যপ যুবক। সে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, কটূক্তি এমন কি হাত ধরে টানাটানি করছিল বলেও অভিযোগ।
আরও পড়ুন ভারত বনাম ইংল্যান্ডের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি নিজের কাছে রেখে দিন
ফাঁসিতলা মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিস কর্মী সুজয় কর্মকারের দ্বারস্থ হন বাস কন্ডাক্টর। সুজয় ওই যুবককে বাস থেকে নামাতে গিয়ে আক্রান্ত হন। ট্রাফিক পুলিসকর্মীর পোশাক ছিড়ে দেয় মদ্যপ যুবক। তাকে আটক করা হয়েছে।