ছাতনায় মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন সব পুলিসকর্মী

Updated By: Sep 8, 2014, 07:52 PM IST

বাঁকুড়া: এক সঙ্গে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হলেন বাঁকুড়ার ছাতনার সব পুলিসকর্মী। বাদ গেলেন না জেলার পুলিস সুপার, অতিরিক্ত পুলিস সুপারও। এমন নজিরবিহীন ঘটনায় উচ্ছ্বসিত গোটা ছাতনা।  

রোজই কোনও না কোনও ঘটনা, রোজই তদন্ত, ফাইল, অফিস। পেশার কারণে পরিবারকে সময় দেওয়ারও অবকাশ নেই। তাঁরা সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেই ব্যস্ত। কিন্তু রবিবার একটু অন্য রকম ভাবে কাটালেন বাঁকুড়ার ছাতনা এলাকার পুলিসকর্মীরা। সমাজের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হলেন নিচু তলার পুলিসকর্মী থেকে উচ্চপদস্থ আধিকারিকরাও। মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার পত্রে সই করলেন তাঁরা। বাদ গেলেন না পুলিস সুপার, অতিরিক্ত পুলিস সুপারও।

এই উদ্যোগে কার্যত আপ্লুত পুলিস কর্তারা। জেলার অন্য এলাকার থানা এবং পুলিস কর্মীদেরও একই রকম উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন তাঁরা।

.