বীরভূমে ফের আক্রান্ত পুলিস

বীরভূমে ফের আক্রান্ত পুলিস। এ বারের ঘটনা রামপুরহাটে। গতকাল রাতে রামপুরহাটের হাটতলা এলাকায় টহল দিচ্ছিলেন পুলিসকর্মীরা। সন্দেহভাজন কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের দিকে এগিয়ে যান কনস্টেবল অরুণ মুখোপাধ্যায় এবং হোমগার্ড জগন্নাথ সরকার। এরপরই, ওই যুবকেরা দুই পুলিসকর্মীকে গালিগালাজ ও মারধর শুরু করে।

Updated By: Nov 6, 2014, 02:32 PM IST
বীরভূমে ফের আক্রান্ত পুলিস

ওয়েব ডেস্ক: বীরভূমে ফের আক্রান্ত পুলিস। এ বারের ঘটনা রামপুরহাটে। গতকাল রাতে রামপুরহাটের হাটতলা এলাকায় টহল দিচ্ছিলেন পুলিসকর্মীরা। সন্দেহভাজন কয়েকজন যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের দিকে এগিয়ে যান কনস্টেবল অরুণ মুখোপাধ্যায় এবং হোমগার্ড জগন্নাথ সরকার। এরপরই, ওই যুবকেরা দুই পুলিসকর্মীকে গালিগালাজ ও মারধর শুরু করে।

রামপুরহাট থানা থেকে আরও পুলিস গিয়ে উদ্ধার করে তাঁদের। পালিয়ে যায় দুষ্কৃতীরা। কনস্টেবল অরুণ মুখোপাধ্যায়কে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁর দাঁত ভেঙে গিয়েছে। চোখে চোট রয়েছে। বাবর শেখ নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিস। 

.