খাগড়াগড়ে রকেট লঞ্চার তৈরির চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা: NIA

কেবল বিভিন্ন বিস্ফোরকই নয়, খাগড়াগড়ের অস্ত্র কারখানায় রকেট লঞ্চার তৈরির চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। তদন্তের পর এব্যাপারে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারা।

Updated By: Nov 6, 2014, 09:10 AM IST
খাগড়াগড়ে রকেট লঞ্চার তৈরির চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা: NIA

বর্ধমান: কেবল বিভিন্ন বিস্ফোরকই নয়, খাগড়াগড়ের অস্ত্র কারখানায় রকেট লঞ্চার তৈরির চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। তদন্তের পর এব্যাপারে নিশ্চিত কেন্দ্রীয় গোয়েন্দারা।

খাগড়ারগড় থেকে উদ্ধার হওয়া বেশ কিছু নকশা দেখে প্রাথমিকভাবে গোয়েন্দাদের এই সন্দেহ হয়েছিল। পরে বেলডাঙায় শাকিল গাজি ও নাসিরুল্লার বাড়ি থেকে উদ্ধার হওয়া বেশ কয়েকটি ধাতব জিনিস দেখে গোয়েন্দাদের সন্দেহ আরও দৃঢ় হয়।

সেই সব সরঞ্জাম যে রকেট লঞ্চার তৈরির জন্যই জড়ো করা হয়েছিল, সব খতিয়ে দেখে তা জানিয়ে দেন অস্ত্র বিশেষজ্ঞরাও।  

বিস্ফোরণ কাণ্ডে ধৃত হাকিমও জেরার মুখে রকেট লঞ্চার তৈরির চেষ্টার কথা স্বীকার করে। এমনকী পরীক্ষামূলক ভাবে একটি রকেট লঞ্চার তৈরিও করা হয়েছিল বলে সে গোয়েন্দাদের জানায়। সাজিদ এবং নাসিরুল্লার উপস্থিতিতে বেলডাঙাতেই সেই রকেট লঞ্চারটি পরীক্ষা করে দেখা হয়েছিল বলে জানিয়েছে হাকিম।

.