গ্রেফতার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি
গ্রেফতার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি। তাঁর বিরুদ্ধে পুরসভার অ্যাকাউন্টস দফতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথি, চেকবই জোর করে কারচুপি করে নিয়ে যাওয়ার অভিযোগ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, সরকারি সম্পত্তি ছিনিয়ে নেওয়া, চুরি ও হুমকির অভিযোগেও মামলা হয়েছে।
ওয়েব ডেস্ক : গ্রেফতার পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখার্জি। তাঁর বিরুদ্ধে পুরসভার অ্যাকাউন্টস দফতরে ঢুকে গুরুত্বপূর্ণ নথি, চেকবই জোর করে কারচুপি করে নিয়ে যাওয়ার অভিযোগ। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান, সরকারি সম্পত্তি ছিনিয়ে নেওয়া, চুরি ও হুমকির অভিযোগেও মামলা হয়েছে।
সুদীপ মুখার্জি পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। সুদীপ মুখার্জির পাল্টা দাবি, পুরসভার আর্থিক দুর্নীতি নিয়ে সরব হওয়ার জন্যই তাঁকে ফাঁসাচ্ছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে আসেন সুদীপ।
আরও পড়ুন, পুলিসের গাড়িতে রহস্যজনক আগুন, নেভাতে এগিয়ে এল স্থানীয় বাসিন্দারা