শাসনে আক্রান্ত রেখা গোস্বামী

শাসনে দলের মহিলা প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী। অভিযোগ, বৃহস্পতিবার প্রচারের সময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের বাইকবাহিনী। রেখা গোস্বামী ছাড়াও হামলায় আহত হন সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী। আক্রান্ত হন জেলা পরিষদের প্রার্থী প্রার্থী আসিফ নুরি বেগম সহ আরও অনেকে। তাঁদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Updated By: Jun 28, 2013, 11:44 AM IST

শাসনে দলের মহিলা প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী। অভিযোগ, বৃহস্পতিবার প্রচারের সময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের বাইকবাহিনী। রেখা গোস্বামী ছাড়াও হামলায় আহত হন সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী। আক্রান্ত হন জেলা পরিষদের প্রার্থী প্রার্থী আসিফ নুরি বেগম সহ আরও অনেকে। তাঁদের আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী আসিফ নুরি বেগমের হয়ে প্রচারের জন্য বেলিয়াঘাটা বাজারে জড়ো হন সিপিআইএম সমর্থকেরা। অভিযোগ, প্রচার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্মকার পাড়ার কাছে তৃণমূলের বাইকবাহিনী তাঁদের আটকায়। শুরু হয় মারধর। ভাঙচুর  চালানো হয় বেশ কয়েকটি গাড়িতেও। হামলায় জখম হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী, সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী, জেলা পরিষদ প্রার্থী আসিফ নুরি বেগম সহ অন্যান্যরা।  
 
আহতদের অনেকেই আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় আতঙ্ক তৈরি করতেই তৃণমূল বাইক বাহিনী মহিলাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআইএম নেতা গৌতম দেব। হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজারহাটের বেশ কয়েকটি অঞ্চলে পথ অবরোধ করেন সিপিআইএম কর্মী সমর্থকরা।
 
অন্যদিকে শাসনের দলীয় প্রচারে হামলার প্রতিবাদ জানাতে গিয়ে আক্রান্ত হলেন সিপিআইএমের মহিলা কর্মীরা। বেলঘরিয়ায় সিপিআইএমের অবরোধে আচমকা হামলা হয়। হামলায় জখম হয়েছেন দুই মহিলা কর্মী। অভিযোগ, পুলিসের সামনেই শাসকদলের কর্মী সমর্থকরা হামলা চালায়।

.