সবুজ সাথি প্রকল্পে সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ স্কুলের ছাত্রছাত্রীদের!

সবুজ সাথি প্রকল্পে সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করল স্কুলের ছাত্রছাত্রীরা। আজ এঘটনা ঘটেছে ধূপগুড়ির শালবাড়ি এলাকায়। এদিন শালবাড়ি স্কুলে পাঁচশো সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু সাইকেল বিলি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। এরপরেই একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। অবরোধে আটকে পড়ে তৃণমূল নেতা সুব্রত বক্সির গাড়ি। তবে প্রধানশিক্ষকের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় গাড়ি। অবরোধের জেরে ব্যাপক যানজট ওই রাস্তায়। কিন্তু সাইকেল না পাওয়ায় হতাশা যাচ্ছে না স্কুল ছাত্র-ছাত্রীদের। তাঁদের বক্তব্য সবাই যখন সাইকেল পাচ্ছে, তাহলে তারা কেন পাবে না!

Updated By: Jan 22, 2016, 06:13 PM IST
সবুজ সাথি প্রকল্পে সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ স্কুলের ছাত্রছাত্রীদের!

ওয়েব ডেস্ক: সবুজ সাথি প্রকল্পে সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করল স্কুলের ছাত্রছাত্রীরা। আজ এঘটনা ঘটেছে ধূপগুড়ির শালবাড়ি এলাকায়। এদিন শালবাড়ি স্কুলে পাঁচশো সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু সাইকেল বিলি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। এরপরেই একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তারা। অবরোধে আটকে পড়ে তৃণমূল নেতা সুব্রত বক্সির গাড়ি। তবে প্রধানশিক্ষকের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় গাড়ি। অবরোধের জেরে ব্যাপক যানজট ওই রাস্তায়। কিন্তু সাইকেল না পাওয়ায় হতাশা যাচ্ছে না স্কুল ছাত্র-ছাত্রীদের। তাঁদের বক্তব্য সবাই যখন সাইকেল পাচ্ছে, তাহলে তারা কেন পাবে না!

.