পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে আত্মঘাতী সারদার এজেন্ট

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে নতুন রূপে সামনে এসেছে সারদা কেলেঙ্কারি। সামনে আসছে, দুহাজার চারশো কোটির প্রতারণা নিয়ে নিত্যনতুন তথ্য। এরইমাঝে আত্মঘাতী হলেন সারদার এক এজেন্ট। নিহতের নাম সুশান্ত সর্দার। বাড়ি ক্যানিংয়ের বেলেখালি গ্রামে। তিনি সারদার আমানতকারীও ছিলেন।

Updated By: Apr 25, 2014, 06:07 PM IST

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে নতুন রূপে সামনে এসেছে সারদা কেলেঙ্কারি। সামনে আসছে, দুহাজার চারশো কোটির প্রতারণা নিয়ে নিত্যনতুন তথ্য। এরইমাঝে আত্মঘাতী হলেন সারদার এক এজেন্ট। নিহতের নাম সুশান্ত সর্দার। বাড়ি ক্যানিংয়ের বেলেখালি গ্রামে। তিনি সারদার আমানতকারীও ছিলেন।

আজ সকালে সুশান্ত সর্দারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পাওনাদারদের তাগাদা ও গঞ্জনা সহ্য করতে না পেরেই সুশান্ত সর্দার আত্মঘাতী হয়েছেন বলে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী ছায়া সর্দার। সুশান্ত সর্দারকে ধরে সারদার আত্মঘাতী এজেন্ট-আমানতকারীর সংখ্যা বেড়ে হল তেষট্টি। তার মধ্যে নদিয়া জেলাতেই সবচেয়ে বেশি মানুষ আত্মঘাতী হয়েছেন।

.