পণপ্রথার বিরুদ্ধে কন্যাশ্রীদের উদ্যোগ

সমাজ এগিয়েছে কিন্তু আজও সমাজে রয়ে গেছে সামাধিক ব্যাধিগুলো। এখনও ঘটতে দেখা যায় পণপ্রথা, বাল্যবিবাহের মতো ঘটনা। ছোট্ট মায়েটিকে স্কুলে না পাঠিয়ে তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সংসারের দায়িত্ব।

Updated By: Feb 25, 2016, 05:59 PM IST
পণপ্রথার বিরুদ্ধে কন্যাশ্রীদের উদ্যোগ

ওয়েব ডেস্ক: সমাজ এগিয়েছে কিন্তু আজও সমাজে রয়ে গেছে সামাধিক ব্যাধিগুলো। এখনও ঘটতে দেখা যায় পণপ্রথা, বাল্যবিবাহের মতো ঘটনা। ছোট্ট মায়েটিকে স্কুলে না পাঠিয়ে তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সংসারের দায়িত্ব। এইসব বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে হলে চাই সচেতনতা। মেয়েদের মধ্যে সচেতনতাকে ছড়িয়ে দেওয়াই ওদের কাজ। আর এই কাজের মাধ্যম হিসেবে ওরা বেছে নিয়েছেন গান। হাতে তুলে নিয়েছেন গিটার। ওরা শিলিগুড়ি কলেজের তিন ছাত্রী। এই তিন কন্যাশ্রী কন্যার গানে উঠে আসছে বাল্যবিবাহ, পণ প্রথার মত বিভিন্ন বিষয়।

পড়ুন কম খরচে মানুষের কাছে ওষুধ পৌঁছে দিচ্ছে সরকার

 

.