স্মার্ট সিটি ঘোষণার পরই দখল জয়গাঁর সরকারি জমি, উদ্বিগ্ন পঞ্চায়েত প্রশাসন

Updated By: Dec 26, 2014, 09:42 AM IST
স্মার্ট সিটি ঘোষণার পরই দখল জয়গাঁর সরকারি জমি, উদ্বিগ্ন পঞ্চায়েত প্রশাসন

কিছুদিন আগেই ভারত-ভূটান সীমান্তের জয়গাঁয় "স্মার্ট সিটি' প্রকল্প তৈরির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর ঠিক তার পর থেকেই শুরু বিপত্তি। জয়গাঁয় দখল হয়ে যাচ্ছে সরকারি জমি। জমি দখলের প্রবণতা বেড়ে চলায় উদ্বিগ্ন স্থানীয় পঞ্চায়েত প্রশাসন।

জয়গাঁয় জোড়কদমে চলছে সরকারি জমি দখল। জমি দখলের পর তৈরি হচ্ছে পাকা বাড়িঘরও। কেন্দ্রীয় সরকার জয়গাঁকে "স্মার্ট সিটি' হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করার পরই শুরু হয়ে গেছে সরকারি জমি দখল, অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের।  

জমি দখলকারীদের দাবি, তাঁরা ওই জমিতে চার-পাঁচ বছর ধরে বসবাস করছেন। তাই সরকারি জমিতে তাঁদের উত্‍খাত করা চলবে না। পঞ্চায়েত প্রধান জানান, গত চার পাঁচ মাস ধরে স্থানীয় ও কিছু বহিরাগত সরকারি জমি দখল করছে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য সরকারি জমি এভাবে দখল হয়ে গেলে আর  "স্মার্ট সিটি' হওয়া হবে না জয়গাঁর।

 

.