মুখ্যমন্ত্রী আলাদা রাজ্য দিতেন মন্তব্য যুব তৃণমূল নেতার

মোর্চা সুসম্পর্ক রাখলে, মুখ্যমন্ত্রী আলাদা রাজ্যও দিয়ে দিতেন। মন্তব্য পাহাড়ের যুব তৃণমূল নেতা ভুপিন্দর লেপচার।  গতকাল চকবাজারে যুব তৃণমূলের একটি সভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন ভুপিন্দর।

Updated By: Oct 11, 2015, 09:09 PM IST
মুখ্যমন্ত্রী আলাদা রাজ্য দিতেন মন্তব্য যুব তৃণমূল নেতার

ওয়েব ডেস্ক: মোর্চা সুসম্পর্ক রাখলে, মুখ্যমন্ত্রী আলাদা রাজ্যও দিয়ে দিতেন। মন্তব্য পাহাড়ের যুব তৃণমূল নেতা ভুপিন্দর লেপচার।  গতকাল চকবাজারে যুব তৃণমূলের একটি সভা ছিল। সেখানেই এই মন্তব্য করেন ভুপিন্দর।
মুখ্যমন্ত্রী যেখানে বারবার বলে এসেছেন, পাহাড় বাংলার অবিচ্ছেদ্য অংশ, সেখানে যুব তৃণমূল নেতার এমন মন্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।

ভূপিন্দর লেপচার বক্তব্য, মুখ্যমন্ত্রী ভাল মানুষ। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাগারাগি না করে মোর্চা যদি বুঝিয়ে বলত, যদি সুসম্পর্ক রাখত, মুখ্যমন্ত্রী আলাদা রাজ্যও দিয়ে দিতে পারতেন। এমনটাই মন্তব্য তাঁর। রাজনীতিতে দুশমনের জায়গা নেই, বোঝাপড়া করে চলতে হয়। আর তাতেই লাভ হতে পারে পাহাড়ের, এভাবেই নিজের বক্তব্য প্রকাশ করেছেন তিনি।

.