এপ্রিলের শুরুতেই প্রবল দাবদাহ শহরজুড়ে, নাজেহাল মানুষ

এপ্রিলের শুরুতেই প্রবল দাবদাহ শহরজুড়ে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-এক দিনেও পরিস্থিতি এরকমই থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। অস্বস্তি থাকবে। গরমও বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Updated By: Apr 7, 2016, 06:33 PM IST
এপ্রিলের শুরুতেই প্রবল দাবদাহ শহরজুড়ে, নাজেহাল মানুষ

ওয়েব ডেস্ক: এপ্রিলের শুরুতেই প্রবল দাবদাহ শহরজুড়ে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-এক দিনেও পরিস্থিতি এরকমই থাকবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। অস্বস্তি থাকবে। গরমও বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আসানসোলে আগামী ৪৮ ঘণ্টায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। ঝাড়খণ্ড থেকে তাপপ্রবাহ ঢুকছে বলেই তাপপ্রবাহের পূর্বাভাস। জেলায় জেলায় ছবিটা একইরকম। বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর চড়া রোদ। জেলাজুড়ে তাপপ্রবাহে নাজেহাল মানুষ।

বীরভূমে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ছুঁই ছুঁই। জেলাজুড়ে হাঁসফাঁস গরমে কষ্টের সীমা নেই। হাওড়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ছাতা, রুমাল ছাড়া বেরোননি কেউ। ভিড় দেখা গেছে ঠাণ্ডা পানীয়ের দোকানে। সবচেয়ে শোচনীয় অবস্থা ছিল ট্রাফিক পুলিসের। হুগলিতেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টার পর থেকেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা।

.