তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার পূর্ব মেদিনীপুর

ছাত্রছাত্রীদের কাছ থেকে  তোলা আদায়ের অভিযোগ নিয়ে ফেরে প্রকাশ্যে তৃণমূল  ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজের ঘটনা। অভিযোগ, ছাত্র কল্যাণ তহবিলের নাম করে কলেজে পড়ুয়াদের কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।

Updated By: Aug 1, 2014, 08:00 PM IST

পূর্ব মেদিনীপুর: ছাত্রছাত্রীদের কাছ থেকে  তোলা আদায়ের অভিযোগ নিয়ে ফেরে প্রকাশ্যে তৃণমূল  ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজের ঘটনা। অভিযোগ, ছাত্র কল্যাণ তহবিলের নাম করে কলেজে পড়ুয়াদের কাছ থেকে মাথাপিছু ২০০ টাকা করে আদায় করা হচ্ছে।

তৃণমূল ছাত্র পরিষদেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ তুলেছে একই সংগঠনের আর একটি গোষ্ঠী। তারা এর প্রতিকার দাবি করে আজ কলেজের সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করে। রীতিমতো রসিদ ছেপে ওই তোলা আদায় চলছে বলে অভিযোগ। টিএমসিপির দুই গোষ্ঠীর এই টানাপোড়েনের জেরে কলেজে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে ।

 

.