সাত্তোর কবে ফিরবে স্বাভাবিক জীবনে?

Updated By: May 21, 2015, 11:05 PM IST
সাত্তোর কবে ফিরবে স্বাভাবিক জীবনে?

দিনে-রাতে কান পাতাই দায়।  চলছে বোমাবাজি। সন্ত্রস্ত সাত্তোর কার্যত স্বেচ্ছা ঘরবন্দি। এবার তালা পড়ল স্কুলেও। ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। কখন বোম পড়ে, কে বলতে পারে? নিরাপত্তা দেবে কে?    

ওরাও জানে, কী চলছে।.. অশান্ত সাত্তোরে, ঠিক কী পরিস্থিতি এখন। মুড়িমুড়কির মতো বোমা পড়ছে চারদিকে। পথে বের হলে, সঙ্গী আতঙ্ক। কখন প্রাণটা চলে যায়! এই অবস্থায় ছেলে মেয়েদের স্কুলে পাঠানো কি কম দুশ্চিন্তার? সাত্তোর প্রাথমিক বিদ্যালয়ে গরমের ছুটি এখনও পড়েনি। তবু ছুটি পড়ুয়াদের। স্কুলের গেটে ঝুলছে তালা।

জীবন কীভাবে ফিরবে স্বাভাবিক ছন্দে? এ প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছেন সন্ত্রস্ত গ্রামবাসীরা।  

 

.