নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় সরকারের হিন্দুস্থান কপার লিমিটেডে ১১২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। ব্লাস্টার (মাইনস), কম্পিউটার অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্য়ান্স মেকানিক, টার্নার, ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রিনিক মেকানিক, ড্রাফটসম্যানশিপ (সিভিল ও মেকানিক্যাল), ওয়েল্ডার, মেকানিক ডিজেল, পাম্প অপারেটর কাম মেকানিক ট্রেডে অ্যাপ্রন্টিস অ্যাক্ট অনুযায়ী এই নিয়োগ হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শূন্যপদ: মোট শূন্যপদ ১১২। পদ অনুযায়ী শূন্যপদের বিস্তারিত জানুন  সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 


আরও পড়ুন: Indian Oil recruitment 2019: ইন্ডিয়ান ওয়েলে চাকরি, বেতন ১৭ লাখ পর্যন্ত


যোগ্যতা: ১০+২ সিস্টেমে ম্যাটিকুলেশন বা সমতুল পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি অ্যাফিলিয়েটেড কোনও ইনস্টিটিউট থেকে আইটিআই পাশ। ২০১৬-র আগে যাঁরা আইটিআই পাশ করেছেন তাঁদের একটি এফিডেভিট দিতে হবে। শুধুমাত্র ব্লাস্টার (মাইনস) ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ মার্চ ২০১৯-এর মধ্যে। 


প্রার্থী বাছাই পদ্ধতি: পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর তৈরি মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।


ট্রেনিং-এর সময়সীমা স্টাইপেন্ড: ব্লাস্টার (মাইনস) ট্রেডে ট্রেনিং-এ সময়সীমা ২ বছর। কম্পিউটর অ্যান্ড পেরিফেরাল হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেন্টেন্যান্স মেকানিকের ৬ মাস। বাকি ট্রেডগুলির ট্রেনিং ১ বছর। সব ক্ষেত্রেই অ্যাপ্রেন্টিসের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। 


আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.hindustancopper.com- ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদন পত্র ও নথি পৌঁছাতে হবে ৩০ মার্চ ২০১৯-এর মধ্যে। আবেদন করার আগে প্রার্থীকে www.apprenticeship.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভূক্ত করতে হবে। হিন্দুস্থান কপারে আবেদনের সময় সেই রেজিস্ট্রেশন আইডি দিতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে  www.hindustancopper.com- ওয়েবসাইট থেকে