Jacqueline Fernandez: ফরাসি আঙুর খেত জ্যাকুলিনকে দিলেন সুকেশ...

 Jacqueline Fernandez: তিহার জেল থেকে ক্রিসমাসে ১০৭ বছর বয়সী আঙুর বাগান উপহার দিল প্রাক্তন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর

Updated By: Dec 27, 2024, 05:39 PM IST
 Jacqueline Fernandez: ফরাসি আঙুর খেত জ্যাকুলিনকে দিলেন  সুকেশ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জ্যাকুলিন ফার্নান্ডেজ ও তাঁর প্রাক্তন প্রেমিককে নিয়ে জলঘোলা যেন থামার নাম নেই! বছর তিনেক আগেই ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় নাম জড়ায় বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের(Jacqueline Fernandez), এই ঘটনায় মূল অভিযুক্ত অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক সুকেশ চন্দ্রশেখর। তবে জেল থেকে আগেও একাধিকবার প্রেম পত্র লিখছিলেন সুকেশ। নায়িকার দাবি করেছিলেন জেল থেকেই একের পর এক চিঠি লিখে তাঁকে উত্যক্ত করছে সুকেশ। 

আরও পড়ুন: সলমানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা, জানতে পেরেই মেয়েকে ভয় দেখান বাবা-মা...

এই মুহূর্তে সুকেশ দিল্লির তিহার জেলে বন্দি। তবে চিঠি লিখতে ভোলেননি প্রাক্তন প্রেমিকাকে। চিঠির প্রথমেই জ্যাকুলিনকে ‘বেবি গার্ল’ বলে সম্বোধন করে তিনি লেখেন,‘মেরি ক্রিসমাস, আজকের দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির দিন। আজ, আমি তোমাকে এক বোতল ওয়াইন নয় বরং ভালোবাসার দেশ 'ফ্রান্স'-এর একটি সম্পূর্ণ ১০৭ বছর বয়সী আঙুর বাগান উপহার দিচ্ছি, যা তুমি স্বপ্নেও ভাবোনি, যার একটি দুর্দান্ত টাস্কান-স্টাইলের বাড়ি ৷ তুমি হয়তো জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ। তোমার কোনও ধারণা নেই, কতটা মিস্ করছি তোমায়। আজকের দিনে পুরনো স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে। আমার তোমাকে দেওয়া উপহার। তোমার করা আলিঙ্গন। এক কেক দু’জনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভাল লাগবে। আসলে আমি জানি, হিরে-মুক্তোর থেকেও তোমার কাছে কতটা দামি পশুদের জন্য আশ্রয় গড়ে তোলা। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতিকে এঁকেছি। যা আজকের দিনে বড্ড মনে পড়ছে।’ চিঠির শেষে প্রাক্তন প্রেমিকা জ্যাকুলিনকে প্রতিশ্রুতি দিয়ে সুকেশ লেখেন, ‘এ বছরটাও তোমার সঙ্গে থাকতে পারলাম না । তবে কথা দিচ্ছি, পরের বছর জন্মদিনে আমরা একসঙ্গে থাকব।’

আরও পড়ুন: ছুটি কাটাতে গিয়ে বিপত্তি! হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর...

 মামলায় নাম জড়ানোর পর থেকেই নিজের জীবনে সুকেশের অস্তিত্ব অস্বীকার করেছেন অভিনেত্রী। যদিও ইডি বারবার দাবি করেছে, সুকেশের বেআইনি ব্যবসার ব্যাপারে সব জানতেন জ্যাকুলিন। অভিনেত্রীর ঘনিষ্ঠরা অনেকেই তাঁকে সতর্ক করেছিল, তিনি আমলে নেননি। ব্র্যান্ডেড ব্যাগ, দামি পোশাক, গাড়ি, গয়না থেকে শুরু করে আর্থিক সুবিধাও নিয়েছিলেন সুকেশের কাছ থেকে। সুকেশের পাঠানো প্রাইভেট জেটে চড়ে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন জ্যাকুলিন। দুজনের বেশ কয়েকটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের পর ইডির দাবি পায় যৌক্তিকতা। জেলখানা থেকে সুকেশের পাঠানো চিঠিতেও তাঁদের প্রেমের সম্পর্কের প্রমাণ মিলেছে। 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.