নিজস্ব প্রতিবেদন: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা হাইকোর্টে মোট আটটি শূন্যপদে ৮ জন ইন্টারপ্রেটিং অফিসার নিয়োগ করা হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।


আরও পড়ুন:


আবেদন: প্রার্থীদের লিগাল সাইজ পেপারে হাতে লিখে বা টাইপ করে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুন, ২০১৯। আবেদন পত্রের সঙ্গে দুটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এবং ২৫ সেমি x১১ সেমি মাপের ৪২ টাকার ট্যাম্প আটকানো নিজের ঠিকানা লেখা খাম দিতে হবে। 


শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 


আবেদন ফি: এসসি এবং এসটিদের আবেদন ফি ১০০টাকা। বাকি প্রার্থীদের আবেদন ফি ৩০০টাকা। টালান মারফত আবেদন ফি দিতে হবে। চালান দেওয়ার পর চালানের কপি আবেদন পত্রের সঙ্গে পাঠাতে হবে। চালান হবে: in favour of Register, Original Side, High Court, Calcutta, A/C no.0091010372343, High Court Branch.


আবেদন পাঠানোর ঠিকানা: Registrar-in-charge, Original Side, High Court, Calcutta.


চালান ও আবেদন পত্রের ফর্মের নমুনা পাবেন নিচের লিঙ্ক থেকে- http://www.calcuttahighcourt.gov.in/