31st 1st January Winter Update: ১০.১ ডিগ্রি! জাঁকিয়ে শীতের পরিস্থিতি কি হবে নতুন বছরে? জেনে নিন ২০২৫-এর শীতের আপডেট...

Bengal Winter Update: এসে গেল ৩১ ডিসেম্বরের সন্ধের আবহাওয়া আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন কেমন শীত পড়বে নতুন ইংরেজি বছরে।

সৌমিত্র সেন | Updated By: Dec 31, 2024, 06:55 PM IST
31st 1st January Winter Update: ১০.১ ডিগ্রি! জাঁকিয়ে শীতের পরিস্থিতি কি হবে নতুন বছরে? জেনে নিন ২০২৫-এর শীতের আপডেট...

অয়ন ঘোষাল: এসে গেল ৩১ ডিসেম্বরের সন্ধের আবহাওয়া আপডেট। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিলেন কেমন শীত পড়বে নতুন ইংরেজি বছরে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: Volcanic Eruption: ২০২৫ কি আদৌ ভালো যাবে? এমন ভয়ংকর বিপর্যয় ঘটবে যে, হারিয়ে যাবে আস্ত একটা ঋতুই!

পুরুলিয়ায় আজ, মঙ্গলবার তাপমাত্রা নেমেছে ১০.১ ডিগ্রি সেলসিয়াস। হিমেল হওয়ায় তাপমাত্রা নামছে ধীরে ধীরে। পুরুলিয়াতে তাপমাত্রা ১০ এর কাছাকাছি। কলকাতাতেও তাপমাত্রা নেমে যাবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

নতুন বছরের প্রথম দিন আগামীকাল শীতের আমেজ আরও একটু বাড়বে। তাপমাত্রা আরও কিছুটা কমবে। শুক্র ও শনিবার পর্যন্ত সেই তাপমাত্রাই বজায় থাকবে। 

উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি থাকবে। ঘন কুয়াশার সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে থাকবে বেশিরভাগ এলাকায়। কোথাও কোথাও তা ৫০ মিটারেও নেমে আসতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে আগামী দু-তিন দিন। পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায় কুয়াশা সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: Baba Vanga's Predictions: বিশ্ব থেকে মুছে যাবে মুসলিম? মানুষ অমর হবে? ভগবানের দেখাও মিলবে? বাবা ভাঙ্গার বিচিত্র ভবিষ্যদ্বাণী...

পরপর পশ্চিমি ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। জাঁকিয়ে শীতের পরিস্থিতি হবে না নতুন বছরের প্রথম সপ্তাহে। উল্টে সপ্তাহের শেষে তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

...Read More

.