নিজস্ব প্রতিবেদন: ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করুন www.nia.gov.in-এ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আবেদনের সময়সীমা ২৩ এপ্রিল ২০১৯ পর্যন্ত। অফিশিয়াল ওয়েবসাইটে nia.gov.in আবেদন করতে পারবেন প্রার্থীরা। বাছাই প্রার্থীদের মাসিক বেতন হবে ১লাখ ১২হাজার পর্যন্ত। 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা “The SP (adm), NIA HQ, opposite CGO complex, Lodhi Road, New Delhi – 110003” নির্ধারিত সময়ের মধ্যেই তা পৌঁছাতে হবে এনআইএর অফিসে।


শূন্যপদ


মোট শূন্যপদ- ৬২


ইন্সপেক্টর – ২৬
সাব-ইন্সপেক্টর – ৩৬


বায়োডাটা, অ্যাপ্লিকেশন ফর্ম, সার্টিফিকেট, সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে তার প্রমাণ সার্টিফিকেট, ১০বছরে কোনো মেজর/মাইনর জরিমানা আরোপিত হলে তার প্রমাণপত্রসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি পাঠাতে হবে।


শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাশ


বেতনক্রম: সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন পাবেন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা। ইন্সপেক্টর পদে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন পাবেন  ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতাও পাবেন প্রার্থীরা।


আবেদন করবেন কীভাবে?


বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- www.nia.gov.in-এ