নিজস্ব প্রতিবেদন: দ্য ন্যাশনাল ইনস্টিটিউড ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়াতে দু-বছরের চুক্তির ভিত্তিতে ৬০ জন ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পারিশ্রমিক: প্রতি মাসে ৬০,০০০ টাকা। 


বয়স: ২০ এপ্রিল ২০১৯ তারিখের হিসেবে বয়স ৩২ বছরের কম। 


শূন্যপদ: ৬০। পদগুলি দেখে নিন- এগ্রিকালচার, অটল ইনোভেশন মিশন, কমিউনিকেশন অ্যান্ড সোশাল মিডিয়া, ডেফেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, ইকোনমিক্স অ্যান্ড ফিনান্স, এনর্জি, গভর্নেন্স অ্যান্ড রিসার্চ, হেলথ অ্যান্ড নিউটিরিশন, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ও প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড পিপিপি, রুরাল ডেভেলপমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কিল ডেভেলপমেন্ট, সোশাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস, ট্যুরিজম অ্যান্ড কালচার, ওয়াটার অ্যান্ড ল্যান্ড রিসোর্সেস, আরবান ডেভেলপমেন্ট। উল্লেখ্য সবক্ষেত্রেই ১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা দরকার। বিস্তারিত যোগ্যতা সম্পর্কে জানতে www.niti.gov.in-এ যোগাযোগ করুন। 


আরও পড়ুন: ১০০ জন কর্মী নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া, জেনে নিন বিস্তারিত


আবেদনের পদ্ধতি: www.niti.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। সরাসরি  https://crbs.nitiaayog.nic.in/eapplication/niticon/Registration.aspx লিঙ্কে গিয়ে আবেদন করা যাবে। 
বিজ্ঞপ্তি দেখতে  https://niti.gov.in/writereaddata/files/recruitment/Young-Professionals.pdf লিঙ্কে ক্লিক করুন। অনলাইনে আবেদন করা যাবে ২২ মে ২০১৯ পর্যন্ত।